TRENDING

Featured

3/random/post-list

এই বাচ্চা ও তার মা ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পরে

 

আপনার একটি শেয়ারে হয়তো এই অবুঝ শিশুটি পরিবারের সন্ধান পেতে পারে।


এই বাচ্চা ও তার মা ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পরে গত কাল ১০/৫/২৪ তারিখে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু  ও মা এর প্রয়োজনিয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে সরে যায়।পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করিয়ে দেয়। আনুমানিক রাত ৭.৩০ টায় বাচ্চাটির মা মৃত্যু বরণ করেন। বাচ্চাটি বর্তমান পুরাতন বিল্ডিং  শিশু বিভাগের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত এই বাচ্চার বা মায়ের কোন আত্মীয় স্বজনদের খোঁজ মেলেনি। 



 যদি বাচ্চাটাকে কেউ চিনতে পারেন ওর আত্মীয়- স্বজনদের খোঁজ দেয়ার জন্য অনুরোধ রইলো। বাচ্চাটা সম্পূর্ণ একা এই ২৬ নাম্বার ওয়ার্ডে পরে আছে অনন্য রোগীদের কাছে। 

আর না হয় সবাই পারলে একটু পোষ্ট টা শেয়ার করে দিবেন, যেন ওদের কেউ আত্মীয় স্বজন খোঁজে পায়। 


একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top