Entertainment
Famous Posts
Comments
Image Post
Business
International
ফেজবুক ইউটিউব টিকটক ভিডিও ডাউনলোড করুন
ফেজবুক ভিডিও ডাউনলোড করতে 👇👇
ইউটিউব ভিডিও ডাউনলোড করতে 👇👇
টিকটক ভিডিও ডাউনলোড করতে 👇👇
বিশ্বের সেরা ডিজাইন করা খাট
একবার একটি ছোট গ্রামে একটি সুন্দর কুকুর ছিল। তার নাম ছিল বেলা। বেলা ছিল অত্যন্ত চারমর্ম এবং তার সাথে তার মালিকের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল।
একদিন বেলা দেখল তার মালিক একটি নতুন খাট তৈরি করছেন। খাটটির ডিজাইন অসাধারণ ছিল। এটি মনে হয়েছিল যে এটি পৃথিবীর সেরা খাট!
বেলা খুশির অত্যন্ত। সে তাড়াতাড়ি খাটের কাছে চলে গেল এবং একটি বাংলা দেশীয় ফাতুয়া খাটে সবুজ ঘাস ও কাঁচা আম দেখতে পেল। সে খাটে মাঝে বসে লেট গো বলে হেলা করল।
সে বলল, "আহা! আমি যে বাসায় বসতে চাই, সেই বাসা হতে পারে না, কিন্তু আমি এখানে খুশি।"
এবং এইভাবে বেলা তার নতুন খাটে আনন্দ পেয়ে সময় কাটাত। সে তার মালিকের সঙ্গে খুব মিষ্টি মিষ্টি খেলত।
এটা দেখে অন্য কুকুরগুলো চমকে গেল। তারা সবাই বেলা এর খাটে চলে আসতে শুরু করল। এবং এভাবে বেলা এবং তার মালিকের খাট হয়ে উঠল গ্রামের সবচেয়ে জনপ্রিয় খাট।
এই বাচ্চা ও তার মা ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পরে
আপনার একটি শেয়ারে হয়তো এই অবুঝ শিশুটি পরিবারের সন্ধান পেতে পারে।
এই বাচ্চা ও তার মা ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পরে গত কাল ১০/৫/২৪ তারিখে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও মা এর প্রয়োজনিয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে সরে যায়।পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করিয়ে দেয়। আনুমানিক রাত ৭.৩০ টায় বাচ্চাটির মা মৃত্যু বরণ করেন। বাচ্চাটি বর্তমান পুরাতন বিল্ডিং শিশু বিভাগের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত এই বাচ্চার বা মায়ের কোন আত্মীয় স্বজনদের খোঁজ মেলেনি।
যদি বাচ্চাটাকে কেউ চিনতে পারেন ওর আত্মীয়- স্বজনদের খোঁজ দেয়ার জন্য অনুরোধ রইলো। বাচ্চাটা সম্পূর্ণ একা এই ২৬ নাম্বার ওয়ার্ডে পরে আছে অনন্য রোগীদের কাছে।
আর না হয় সবাই পারলে একটু পোষ্ট টা শেয়ার করে দিবেন, যেন ওদের কেউ আত্মীয় স্বজন খোঁজে পায়।
বিখ্যাত আলেম মালেক বিন দিনারের কাহিনী
ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই
এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?
মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।
আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।
দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়?
মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো?
আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।
মেয়েকে বললাম: পথে এক দূর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে?
মেয়ে বলল: তাকেও চিননি? সে তোমার রুহ। তাকে তো কোন দিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে, কোন রকম বেচে আছে।
আমার ঘুম ভেঙ্গে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে। আহা! কতো দূর্বল হাটতে পারেনা। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।
তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।""কপি করা হয়েছে ""
জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ
জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ
Sl | Title | Number |
---|---|---|
1 | জরুরী সেবা | ৯৯৯ |
2 | শিশু সহায়তা | ১০৯৮ |
3 | নারী ও শিশু নির্যাতন | ১০৯/১০৯২১ |
4 | জাতীয় পরিচয়পত্র | ১০৫ |